কক্সবাজারের ঈদগাঁওতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়াঘোনা বনবিট-সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৬-এর রোহিঙ্গা শরনার্থী আব্দু শুক্কুরের ছেলে মো: ইব্রাহীম (১৯) ও নুর আলামের ছেলে মো: সালাম (১৯)।
অভিযানে অংশগ্রহণকারী উপ-পরিদর্শক (এসআই) অনুপ ধর জানান, যৌথবাহিনী চেকপোস্টে তল্লাশিকালে দুই যুবকের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি অবৈধ এলজি উদ্ধার হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, অস্ত্র আইনে মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হবে।