মুন্সীগঞ্জে ‘জুলাই দিনগুলি’ স্মরণিকার মোড়ক উন্মোচন

শহীদদের স্মৃতিকে স্মরণে রাখতে প্রকাশিত ব্যতিক্রমধর্মী স্মরণিকা ‘জুলাই দিনগুলি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ‘জুলাই দিনগুলি’ স্মরণিকার মোড়ক উন্মোচন
মুন্সীগঞ্জে ‘জুলাই দিনগুলি’ স্মরণিকার মোড়ক উন্মোচন |নয়া দিগন্ত

ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিকে স্মরণে রাখতে প্রকাশিত ব্যতিক্রমধর্মী স্মরণিকা ‘জুলাই দিনগুলি’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মো: মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো: মাখন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কে এম সাইফুল্লাহ ভুইয়া এবং সংগঠনের সদস্যবৃন্দ। পরে শহীদদের পরিবারের হাতে স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।