সেন্টমার্টিনের গণি, পোপা মাছে ধনী

পোপা মাছের পেটের ভেতরের এয়ার ব্লাডারের চাহিদা বিশ্ব বাজারে ব্যাপক। এয়ার ব্লাডার বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Cox's Bazar
পোপা মাছ।
পোপা মাছ। |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের লাল পোপা মাছ ধরা পড়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগর উপকূলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে গণির জালে দামি এ পোপা মাছটি ধরা পড়ে।

আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মরহুম সুলতান আহমদের ছেলে।

আবদুল গনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন তিনি। মাছ ধরার এক পর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য পাঁচ থেকে সাত লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

গণি আরো জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

সেন্টমার্টিনের রিসোর্ট মালিক আবদুল মালেক বলেন, ‘গনির জালে ধরা পড়া মাছটি সাত লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। কিন্তু আরো বেশী দামের আশায় দুপুরের পর স্পীড বোটযোগে মাছটি টেকনাফে নিয়ে যাওয়া হয়েছে।’

মৎস্য বিজ্ঞানীরা জানান, পোপা মাছের পেটের ভেতরের এয়ার ব্লাডারের (বায়ু থলি) চাহিদা বিশ্ব বাজারে ব্যাপক। এয়ার ব্লাডার বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। বিশেষ ধরণের সার্জিক্যাল সুতাও তৈরী হয় এ এয়ার ব্লাডার থেকে। সে কারণে সোনালী পোপা মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।

Topics