ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এই নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানসহ বিএনপির ৪ জন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ১ জনসহ মোট ৫ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Nabinagar
ছবি : নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড মো: শাহিন খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় নিজ নিজ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রমকে উৎসবমুখর করে তোলেন। এই নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নানসহ বিএনপির ৪ জন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ১ জনসহ মোট ৫ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এর আগে, গত রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ১৮ ডিসেম্বর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।