দাঙ্গা ও মাদকমুক্ত সরাইল গড়তে নিরলস পরিশ্রম করছেন ইউএনও মো. মোশারফ হোসাইন

এক সময় আইন ভালো না লাগলেও ছয় মাসের আইন ও প্রশাসন ট্রেনিংয়ে দ্বিতীয় এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিংয়ে প্রথম হয়েছি।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
ইউএনও মো: মোশারফ হোসাইন
ইউএনও মো: মোশারফ হোসাইন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোশারফ হোসাইন দাঙ্গা ও মাদকমুক্ত সরাইল গড়তে নিরলসভাবে কাজ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত দাঙ্গা ও মাদকবিরোধী সমাবেশে তাঁর বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে।

২০২৪ সালের ১৪ নভেম্বর সরাইলে ইউএনও হিসেবে যোগদান করে তিনি নিজের মেধা, পরিশ্রম ও সৃজনশীল মনোবৃত্তির মাধ্যমে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছেন। দাঙ্গা দমন, মাদক নির্মূল অভিযান পরিচালনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শ্রেণি পাঠদানসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশীল সমাজের ইতিবাচক মন্তব্যে তার কর্মদক্ষতা দৃশ্যমান হয়েছে।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা চারটি বিষয়ে মাস্টার্স ও দু’টি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স, পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স, মার্কেটিং বিভাগ থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি Economics, Finance ও Accounting বিষয়ে শর্টকোর্সও করেছেন।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে ইউএনও বলেন, ‘আমি কিছুই পারি না, তবে জানার আগ্রহ আছে। যতই দিন যাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানা হয়নি, কিছুই শেখা হয়নি।’ তার সংগ্রহে রয়েছে ১০ হাজারেরও বেশি বইয়ের সফট কপি, যা তিনি নিয়মিত বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করেন।

তিনি বলেন, ‘প্রতিটি মৌলিক বিষয়ের ওপর ধারণা রাখার চেষ্টা করি। পদার্থ, রসায়ন, গণিত আমার প্রিয় বিষয়। সময় পেলে এখনো পড়ি। পরিবেশ বিষয়ে পড়াশোনার প্রতি রয়েছে বিশেষ অনুরাগ।’ বিজ্ঞানের পাশাপাশি সমাজবিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য, ধর্মতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়েও রয়েছে তার আগ্রহ ও পড়াশোনা।

আইন বিষয়ে তিনি বলেন, ‘এক সময় আইন ভালো না লাগলেও ছয় মাসের আইন ও প্রশাসন ট্রেনিংয়ে দ্বিতীয় এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিংয়ে প্রথম হয়েছি।’

তিনি জানান, ইউএনও হিসেবে প্রতিদিন শত শত আইন ও বিধিমালার প্রয়োগ ও সমন্বয় করতে হয়।

উল্লেখ্য, ইউএনও মো: মোশারফ হোসাইন সম্পর্কে বিস্তারিত জানতে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল এ ভিজিট করতে এখানে ক্লিক করুন। সেখানে সহজ ভাষায় লেখা শতাধিক নিবন্ধ রয়েছে।

দক্ষ, সৃজনশীল ও জনবান্ধব প্রশাসক হিসেবে সরাইল উপজেলায় ইউএনও মো: মোশারফ হোসাইন অল্প সময়েই সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।