ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতি।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবী সমিতির সদস্যরা।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, জিআর ৫২/২৫-এর ওয়ারেন্টভুক্ত আসামি সজীব শাহরিয়ার গত ৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে কতিপয় সন্ত্রাসী নিয়ে অ্যাডিশনাল পিপি হযরত আলী হিরনের ওপর হামলা করে।
ওই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট সালাউদ্দিন, অ্যাডভোকেট মারুল হাসান নাবিল সরমান, অ্যাডভোকেট রায়হান, অ্যাডভোকেট মহিবুল্লাহ প্রমুখ।
এ সময় অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, ‘আমি ৮ ডিসেম্বর চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও’র সাথে একটি মিটিং শেষে অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বরকে উদ্দেশ্য করে বলেন, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেব।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আদালত চত্বর থেকে মো: সজিবকে আটক করে। পরে আটক সজীবকে ছাড়াতে বিএনপির কয়েকজন নেতা অনুরোধ করলে আমি তাদের এ অনুরোধ না রাখায় ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা করে।’
চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) খলিলুর রহমান বলেন, ‘প্রধান আসামিকে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি। অন্যদেরকে অতি দ্রুত আটক করতে সক্ষম হব।’



