বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছে পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী মো: জাকারিয়া হোসেন সাইদ। যিনি গত ২২ অক্টোবর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার প্রতি সম্মান প্রদর্শনে তাকে কমিটিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ছাত্রদলের আহ্বায়ক।
জানা যায়, ২০২১ সালের ১৬ জুন ২১ সদস্য বিশিষ্ট বাকৃবি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে গত ২৭ নভেম্বর ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মো: আতিকুর রহমান ও সদস্য সচিব হিসেবে মো: শফিকুল ইসলাম মনোনীত হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান বলেন, ‘সাইদ আমাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতো। তার ওপর সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে কমিটিতে স্থান দিয়েছে। এরপরে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে আমাদের দায়বদ্ধতা থাকবে তার পরিবারের পাশে দাঁড়ানোর। এজন্য সম্মান প্রদর্শন করে তাকে কমিটিতে রাখা হয়েছে।’



