বেলাবতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় একজনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

বেলাব (নরসিংদী) সংবাদদাতা

Location :

Belabo
বেলাবতে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বেলাবতে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ |নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবতে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় সোহান মোল্লা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রায়পুরা উপজেলার রামনগরহাটি মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে শিক্ষার্থীর মা শেফালি বেগম বেলাব থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯(১)/৭ ধারায় মামলা দায়ের করেন।

গ্রেফতার সোহান মোল্লা রায়পুরা পৌরসভার রামনগরহাটি (মোল্লা বাড়ি) মোনতাজ মোল্লার ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বেলাবো থানা পুলিশ। এতে বলা হয়,সোহানের সাথে দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থীর মোবাইল ফোনে অপরিচিতভাবে প্রায়ই কথা হতো। এক পর্যায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরিকল্পিতভাবে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শিক্ষার্থীকে স্কুলের সামনের গেট থেকে গাড়িতে তোলে সোহানের বাড়িতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। অনেক খুঁজাখুঁজির পর গত ৭ সেপ্টেম্বর বেলাব উপজেলার বারৈচা পেট্রোল পাম্পের সামনে থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার।

শিক্ষার্থীকে ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে সোহান মোল্লাকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উভয় আসামিকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।