তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৭ ডিগ্রি, বাড়ছে শীতের তীব্রতা

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১.৭ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে; ঘন কুয়াশা ও ঠান্ডা বাড়ায় জনজীবন ব্যাহত হচ্ছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

Location :

Tetulia
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে |ফাইল ছবি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া অঞ্চল। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এতে শীতের প্রকোপ আরো বাড়ছে।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। এদিকে দিনের বেলায় রোদ থাকলেও শীতের তীব্রতা কমছে না। বিকেল নামতেই আবার ঠান্ডা বেড়ে যায়। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই শীতজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিভাগই শিশু ও বৃদ্ধ।

তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে দেখা গেছে। যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

জালাসী পাড়া এলাকার রিকশাচালক ফয়জুল ইসলাম বলেন, ’গতকাল সন্ধ্যার পর থেকেই বেশ ঠান্ডা লাগছিল। ফজরের সময় কুয়াশার জন্য রাস্তায় কিছুই দেখা যায় না। যাত্রীও কমে গেছে, আয়ও কম।’

চাকলাহাট এলাকার অটোরিকশাচালক ফারুক বলেন, ’ভোরে রাস্তায় নামলে হাত-পা জমে যায়। কুয়াশায় কিছু দেখা যায় না, আস্তে আস্তে চালাতে হয়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ’তেঁতুলিয়ায় প্রতিদিনই শীত বাড়ছে। আজ সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।’