মানিকগঞ্জে যুবলীগ নেত্রীসহ ৫ কথিত সাংবাদিক গ্রেফতার

হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষ থেকে টাকাসহ ব্যাগ চুরির অভিযোগ

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মানিকগঞ্জে যুবলীগ নেত্রীসহ ৫ কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ
মানিকগঞ্জে যুবলীগ নেত্রীসহ ৫ কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসকক্ষ থেকে টাকাসহ ব্যাগ চুরির অভিযোগে পাঁচ কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—অস্তিত্বহীন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি পরিচয় দানকারী রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হারুনার রশিদ, একই প্রেসক্লাবের সহ-সভাপতি জেলা মহিলা লীগ নেত্রী দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপনডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, একই প্রেসক্লাবের সদস্য দৈনিক বিজনেস ফাইলের প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশন পত্রিকার প্রতিনিধি শামীম হোসেন ও সাইফুল ইসলাম।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়কের অফিসকক্ষে প্রবেশ করেন। এসময় তারা ডা: বাহাউদ্দিনের সাথে কিছুক্ষণ কথা বলেন। পরে বের হওয়ার সময় তাদের একজন তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি চুরি করে নিয়ে যায়।

ব্যাগের ভিতরে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। অভিযোগে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে চলে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, ‘কথোপকথনের একপর্যায়ে মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেয়া ফোন নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি দেখা হচ্ছে। পরে আবার ফোন করলে তারা দাবি করেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এঘটনায় পাঁচজনকে গ্রেফতারকৃত করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এরা নিয়মিত বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, ইটভাটা, হাসপাতাল, ক্লিনিক, গ্রাম্য সালিস-বিচারসহ বিভিন্ন স্থানে ঘুরেফিরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে, হুমকি-ধমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মানিকগঞ্জে কর্মরত মূলধারার সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে এই প্রতারকচক্র সাধারণ মানুষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাদের হয়রানি করে বেড়াচ্ছে। এদের কোনো নির্দিষ্ট আয়-রোজগার নেই। এসব মিডিয়াও কোনো বেতন-ভাতা দেয় না। এরা চলে কী করে? এসব মিডিয়াসহ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক। এদের কারণে সাংবাদিক সমাজ হেয় হচ্ছে।