রাজশাহীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জুলাই মঞ্চ ও এনএসিপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জিরো পয়েন্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এর আগে, হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়।
এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরলো কেনো, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’- ইত্যাদি স্লোগান দেন।
পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী ব্যানার নিয়ে মিছিল করেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করেন।



