সিরাজদিখানে নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নদীতে স্রোত না থাকায় আমাদের ধারণা ছিল লাশটি দূরে যায়নি। বেলা ১১টার দিকে ডুবুরি দল কাজ শুরু করে, এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Munshiganj
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজের এক দিন পর রিফাত (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নৌকা বাইচ উপভোগ করতে গিয়ে রিফাত সাঁতরে একটি ডিঙ্গি নৌকায় উঠতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হয়।

নিহত রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার ছেলে এবং তেঘরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নদীতে স্রোত না থাকায় আমাদের ধারণা ছিল লাশটি দূরে যায়নি। বেলা ১১টার দিকে ডুবুরি দল কাজ শুরু করে, এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো: তাজুল ইসলাম বলেন, প্রতিবছর এ দিনে ইছামতি নদীতে স্থানীয়ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ বাইচ উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে। অনেকেই ছোট নৌকা নিয়ে নদীতে নামেন। এ সময় রিফাত সাঁতরে একটি নৌকায় উঠতে গেলে ট্রলারের নিচে পড়ে যায়। শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে।