রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে উৎসব না হলেও রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কক্ষে শ্রেণি কক্ষে বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল থেকেই স্কুলগুলোতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে প্রত্যেকটি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।
বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানান, নতুন বইয়ের গন্ধ তাদের ভালো লাগে। বছরের প্রথম দিনেই বই পাওয়ায় তারা শুরু থেকেই পড়াশুনা করতে পারবেন।
অভিভাবকরা জানিয়েছেন, বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আমরা সন্দিহান ছিলাম, যে বই পাবো কিনা। তবে বছরের প্রথম দিনে বই পেয়ে আমরা খুবই খুশি। ছেলেমেয়েরাও খুশি। এজন্য সরকারকে ধন্যবাদ।
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, ‘আমার ক্লাস টু থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে শুধু নবম শ্রেণি ছাড়া সব বই আমার এসেছে। আমরা রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করিনি। তবে শ্রেণিকক্ষে বই দিয়েছি। এক সপ্তাহের মধ্যে সব বই বিতরণ সম্ভব হবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই আসলেও নবম শ্রেণির এসেছে মাত্র ৬টি বই। আগামী এক সপ্তাহের মধ্যে সব বই সবার কাছে পৌঁছে যাবে বলে জানিছে কর্তৃপক্ষ।



