নিয়োগের পাঁচ দিনের মাথায় গাজীপুরের জেলা প্রশাসক পদে আবারো পরিবর্তন এসেছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব মোহাম্মদ আলম হোসেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৮ নভেম্বর ভোলার জেলা প্রশাসক মো: আজাদ জাহানকে গাজীপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছিল। কিন্তু তিনি দায়িত্ব গ্রহণের আগেই নতুন সিদ্ধান্তে তাকে পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়। আর তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ আলম হোসেন। ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গাজীপুরে জেলা প্রশাসক পরিবর্তন হলো।
জানা গেছে, জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে ১২ নভেম্বর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবের সম্মেলন কক্ষে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ওই তালিকায় ১০ নম্বর অবস্থানে ছিলেন মোহাম্মদ আলম হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৭ নভেম্বর ঢাকায় নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপরই তারা নিজ নিজ জেলায় দায়িত্ব নিতে পারেন।
মোহাম্মদ আলম হোসেন (১৬১২৬) বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। ২০২৫ সালের ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি পান। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
সূত্রে জানা গেছে, গাজীপুরের বিদায়ী জেলা প্রশাসক নাফিসা আরেফিনকে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। আগামী রোববার দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও নতুন নিয়োগের ফলে আনুষ্ঠানিক যোগদানে কিছুটা বিলম্ব হতে পারে।
উল্লেখ্য, মো: আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার পর প্রশাসনের ভেতরে নানা আলোচনা শুরু হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক জহুরুল ইসলামের সাথে মো: আজাদ জাহানকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায় এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এছাড়া, তার বিরুদ্ধে নিজ জেলা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রায় ৩০০ একর জমিতে অবৈধভাবে মৎস্য ঘের তৈরি করার অভিযোগও রয়েছে। এ কারণে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে তার নিয়োগ নিয়ে প্রশাসনের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে এসব বিতর্কের মধ্যেই সরকার নতুন সিদ্ধান্তে আজাদ জাহানকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরে নতুন মুখ হিসেবে মোহাম্মদ আলম হোসেনকে দায়িত্ব দিয়েছে।



