কুলিয়ারচরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

রোববার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হীরা মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো: শাহা আলম, ছয়সূতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: নাসির উদ্দিন, ফরিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুরুজ খান এবং ছয়সূতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: শরীফ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মো: নূরুন্নবী জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের ধারাবাহিকতায় ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।