তাহিরপুর নদীতে ডুবে শিশুর মৃত্যু

তাহিরপুরে বৌলাই নদীর পানিতে ডুবে তাসমিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুর থানা
তাহিরপুর থানা |সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর পানিতে ডুবে তাসমিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের রতনশ্রী গ্রামে নিজ বাড়ির ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত তাসনিম ওই গ্রামের মুবারক মিয়ার ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তাসমিন মিয়া দুপুরে পরিবারের সবার অগোছরে খেলার ছলে ঘর থেকে বেড়িয়ে যায়। বাড়ির সামনের বৌলাই নদীতে গোসল করার ঘাটে গিয়ে পানিতে ডুবে যায় সে। বাড়ির সামনে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বৌলাই নদীর ঘাটে পানিতে ভাসমান তাকে দেখে উদ্ধার করে স্থানীয়রা। তাহিরপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।