ময়মনসিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

গত ১৪ আগস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে বদলি করা হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (পুরুষ) প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, জেলা শিক্ষা অফিস এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তালা ঝুলিয়ে বিকেল ৩টা পর্যন্ত আন্দোলন করেন তারা। এ সময় শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

বদলি আদেশ প্রত্যাহার ছাড়া অন্য দাবিগুলো হলো, শিক্ষার্থীদের হুমকিদাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা, অসৎ বদলি বাণিজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, সদ্য যোগদান করা প্রধান সহকারী হিসেবে দুর্নীতিবাজ আজহারুল ইসলামকে অন্যত্র সরানো।

শিক্ষার্থীরা জানান, নিয়ম বহির্ভূতভাবে প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে বদলি করা হয়েছে। তার আদেশ প্রত্যাহারের দাবিতে ১৪ দিন ধরে তারা আন্দোলন করছেন। তিনি শিক্ষার্থীবান্ধব একজন কর্মচারী। হুটহাট করে তার বদলি মেনে নেয়ার মতো না। তাই সকাল থেকে প্রশাসনিক ভবন এবং জেলা শিক্ষা অফিস কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করা হচ্ছে। দ্রুত বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আন্দোলন চলমান থাকবে।

অনার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবিদ আইমান এবং আলিফ আহমেদ মনির বলেন, বদলি বাণিজ্য একটি ব্যধিতে পরিণত হয়েছে। আমরা সেটি ভাঙতে চাই। ভালো মানুষ তার কর্মক্ষেত্রে সততার উদারণ সৃষ্টি করবে এটা দোষের কিছু নয়। তাকে বদলি করে একজন দুর্নীতিবাজকে চেয়ারে বসাচ্ছেন তা আমরা মেনে নেব না। আজ আমরা বিভিন্ন দফতরে তালা দিয়ে আন্দোলন করেছি; আদেশ প্রত্যাহার না হলে আরো কঠোর আন্দোলনে যাব। আমাদের পাঁচ দফা মানতে বাধ্য করব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান জানান, সকাল থেকে আমরা অবরুদ্ধ। শিক্ষার্থীরা তালা দিয়ে রেখেছে। বদলি এবং প্রত্যাহার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর থেকে হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে জানানো হয়েছে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) ময়মনসিংহের অধ্যক্ষ ড. মো: জয়নুল আবেদীন খান জানান, বদলির বিষয়ে আমার কোনো হাত নেই। আমারো যে কোনো সময় বদলি হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ ঠেকাতে আন্দোলন করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। সিদ্ধান্ত কী আসে তারাই ভালো বলতে পারেন।

গত ১৪ আগস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে বদলি করা হয়।