খাগড়াছড়িতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ নুর নবী ওই এলাকার মো: লিটনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে মোহাম্মদ নুর নবী (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ১ নম্বর ইউনিয়নের দক্ষিণ লামকু পাড়ায় কালাডেবার স্লুইচ গেটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ নুর নবী ওই এলাকার মো: লিটনের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন বন্ধুর সাথে স্লুইচ গেটের খালে গোসল করতে নামে নুর উন নবী। একপর্যায়ে খালের গভীরে তলিয়ে যায় সে। পরে সঙ্গীরা চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করে। দুপুর ১২টা ৫৪ মিনিটে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার উপ পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দীন বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।