মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রকৌশলী মোজাম্মেল হক (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীপুর কোনাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হকের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। তিনি কুলাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধতন উপ-সহকারী প্রকৌশলী এবং কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেল হক মোঘলাবাজারে দুর্ঘটনা-কবলিত ট্রেনলাইনে কাজ শেষে মোটরসাইকেল করে কুলাউড়া জংশনে ফিরছিলেন। পথে শ্রীপুর কোনাগাঁও গ্রামে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কুলাউড়া স্টেশনের মাস্টার রোমান জানান, মোজাম্মেলের লাশ সরিষাবাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।