বান্দরবানে অপপ্রচারের প্রতিবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে’— এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
অপপ্রচারের প্রতিবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন
অপপ্রচারের প্রতিবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের মানববন্ধন |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বিভিন্ন খ্রিষ্টান চার্চ ও গির্জার পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জার লম বমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতা জন ত্রিপুরা, ধিরেন্দ্র ত্রিপুরা, খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে’— এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করছে।

বক্তারা দাবি জানান, এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।