কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন : তরুণদের এগিয়ে আসার আহ্বান

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য : গড়বে আগামীর শুদ্ধতা’— প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো: মাসুক আহমেদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুস সালাম, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, উপজেলা বিআরডিবির সভাপতি ছরোয়ার শোকরানা নান্না, প্রস্তাবিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুস সালাম, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা বাহার উদ্দিন ও ছাত্র প্রতিনিধি আবেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: আব্দুল হামিদ বলেন, ‘দুর্নীতি রোধে সমাজের সকলে বিশেষ করে তরুণদের সচেতন ও সোচ্চার ভূমিকা রাখতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি সুশাসনভিত্তিক দেশ গড়ে তুলতে।’