খাগড়াছড়িতে আবার ১৯ নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করল বিএসএফ

সোমবার ভোর রাতে উপজেলার আচালং সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
খাগড়াছড়িতে পুশ ইন হওয়া ১৯জন
খাগড়াছড়িতে পুশ ইন হওয়া ১৯জন |নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আরো শিশুসহ ১৯ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার ভোর রাতে উপজেলার আচালং সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করা হয়। তাদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

জানা গেছে, বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নেয়। পরে স্থানীয় আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তা হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে দাবি করেছে। কাজের সন্ধানে তারা ভারতের হরিয়ানা গিয়েছিল।

অনুপ্রবেশকারীরা জানায়, হরিয়ানা থেকে বিমানে করে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুকের সীমান্তবর্তী গুলোমনিপাড়ায় বিএসএফ নিয়ে আসে এবং আজ (সোমবার) ভোর রাতে বাংলাদেশে ঠেলে দেয়।

তবে বার বার চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।