কাপাসিয়ায় মনোনয়ন পুনর্বিবেচনা না হলে মাঠে থাকার ঘোষণা বিএনপি বিদ্রোহী প্রার্থীর

বিএনপি এ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা না করলে তিনি কোনো অবস্থাতেই প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না বলেও ঘোষণা দেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
মনোনয়ন পুনর্বিবেচনা না হলে মাঠে থাকার ঘোষণা বিএনপি বিদ্রোহী প্রার্থীর
মনোনয়ন পুনর্বিবেচনা না হলে মাঠে থাকার ঘোষণা বিএনপি বিদ্রোহী প্রার্থীর |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী। বিএনপি এ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা না করলে তিনি কোনো অবস্থাতেই প্রার্থীতা থেকে সরে দাঁড়াবেন না বলেও ঘোষণা দেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণীর ইকবাল কুঠিরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণা।’

ড. হাসেম চৌধুরী বলেন, ‘গত দেড় বছরে হত্যাকাণ্ড, নারী নির্যাতন, ভূমিদস্যুতা ও চাঁদাবাজি বেড়ে গেছে, যা জনপদের নিরাপত্তা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। আমি মুক্তিযোদ্ধা—অন্যায়ের সাথে আপস আমার রক্তে নেই।’

তিনি বলেন, ‘গাজীপুর-৪ আসন শিক্ষা, সততা ও দেশপ্রেমের ঐতিহ্য বহন করে। এ আসন থেকে তাজউদ্দীন আহমদের মতো রাষ্ট্রনায়ক জন্ম নিয়েছেন। আমি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তবে জনগণের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং ভোটাররা আমাকে বেছে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করি।’