ভারী বৃষ্টিপাতে নাকাল জনজীবন, বন্দরে সতর্কতা সংকেত বহাল

পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
পায়রা বন্দর কর্তৃপক্ষ
পায়রা বন্দর কর্তৃপক্ষ |নয়া দিগন্ত

সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উকূলীয় এলাকায় বজ্রমেঘ তৈরী অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর দশমিনায় গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৭২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে নাকাল হয়ে উঠেছে জনজীবন। গ্রাম-গঞ্জসহ নিম্ন অঞ্চলে পানি জমে গেছে।

এছাড়া উপজেলার বিভিন্ন নিচু স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অসংখ্য মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। বড় লোকসানে পড়েছে বর্ষাকালীন সবজি চাষিরা।

অন্যদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছেন আবহাওয়া অফিস।