নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ঘাতক ছেলে মোবারক হোসেন সাগরকে (২০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুরাই) দুপুরে জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন সাগর মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পাশবর্তী বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, সাগর মাদকাসক্ত হওয়ায় টাকার জন্য প্রায়ই তার মায়ের সাথে ঝগড়া-বিবাদ হতো। ২০২২ সালের ২৪ অক্টোরব বিকেলে নানার বাড়িতে মা মনোয়ারা বেগম ও ছেলের মধ্যে বাগবিতণ্ডা। একপর্যায়ে ছেলে সাগর মায়ের গলায় পাস্টিকের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন মনোয়ারার ভাই ইউনূস ভাগ্নে সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালদে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর শুনানির পর হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন।