লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নিষিদ্ধ আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলা শাখার সক্রিয় সদস্য ও ওই উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আ: জব্বারের ছেলে আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উত্তর ঘনেশ্যাম গ্রামের কপিল উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৮), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের এপিএস আদিতমারী উপজেলার বারোঘড়িয়া গ্রামের আবদার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও নামুড়ী হারাটী গ্রামের মরহুম আ: জব্বারের ছেলে মো: জাহেদুল ইসলাম (৪৩) ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য ও হরদত্ত গ্রামের মজিদুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নুরনবী বলেন, ‘গ্রেফতার
আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের আসামি হওয়ায় তাদের পুলিশ গ্রেফতার করেছেন এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম বলেন, ‘অপরাধী যেই হোক না কেনো তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।’



