কুমিল্লার বুড়িচংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠাণে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ঢাকার ডিসেমিনেশন অন নিউ কারিকুলাম স্কিমের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আল মামুন সরকার, সহকারী জেলা শিক্ষা অফিসার রিক্তা বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবদুল মান্নান।
বুড়িচং কালী নারায়ণ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমান, শংকুচাই স্কুলের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, ফকির বাজার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক মো: অহিদুর রহমান, বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো: কবির হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও ভোকেশনাল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের ৯ জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১১ জন, মাদরাসার ৭ জন ও ভোকেশনাল স্কুল থেকে ৪ জনসহ ৩১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।