সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক স্বামী

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে অভিযুক্ত ওই স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের বিষয়ে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, হত্যাকাণ্ডে ধস্তাধস্তির সময় স্বামীও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।