মোঃ জাকিরুল হাসান (জিন্নাহ), উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বিদেশী অপসংস্কৃতি রোধে তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে হবে। নিয়মিত এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে অলিপুর ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ -এর প্রধান অতিথির বক্তব্যে অলিপুর বাজার প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘খেলা গতিময় জীবনের চালিকা শক্তি। নিয়মিত শরীরচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে।’
উল্লেখ্য, টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল। প্রথম রাউন্ড ও সেমিফাইনাল পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় বগুড়া ক্লাব এবং পাবনার একটি স্থানীয় ক্লাব। দীর্ঘ লড়াই শেষে পাবনা ক্লাবকে পরাজিত করে বগুড়া ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজক কমিটির সদস্যরা জানান, আগামী বছর আরো বড় পরিসরে আন্তঃউপজেলা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।



