সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন কস্পিউটার মেকানিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ আটজন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। পরে সবাই তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে যান সুফিয়ান।
তার সাথে থাকা রাসেল আহমদ জানান, বিকেলে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন সুফিয়ান।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মুকিত আহমদ (১৮) নামে এক পর্যটক। পরদিন সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।