ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ২০২২ ও ২০২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেলা শিক্ষা অফিস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, কিল্লাবোকাইনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছাইফুল ইসলাম প্রমুখ।
সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রত্যয় কুমার দাস, জুবায়ের আহমেদ আরেফিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সায়মা সুলতানা মৃত্তিকা, বিথি আক্তার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সামিউল জাহান ইমন, কাওসার আহমেদ রাকিব, সুরাইয়া ইসলাম শান্তা, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আফসানা সুলতানা, ইসলামাবাদ ফাজিল মাদরাসার মো: মাসুম বিল্লাহ, কাজী সোহেল মিয়া, কিল্লাবোকাই নগর ফাজিল মাদরাসার সুমা আক্তার, নাদিরা আক্তার, শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার রাকিবুল হাসান মোরাদ, রাইশিমুল দারুসুন্নাহ দাখিল মাদরাসার তন্নি আক্তার, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মো: আপন মিয়া, গিধাউষা আইডিয়াল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের মাহবুব হাসান মাসুম, টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নুর নবী, তানিয়া আক্তার, সরকারি কলেজের এম এন মুজিব আলমগীর ও মহিলা কলেজের সাবরিনা জামা জুই।