নীলফামারীতে মহানবীকে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে জনতার বিক্ষোভ-মানববন্ধন

কটূক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসলিম জনতা।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

Location :

Kishoreganj
নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে কটূক্তিকারী রঞ্জন রায়ের সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুসলিম জনতা।

রোববার (২৭ ‍জুলাই) বিকেলে উপজেলার বাংলাবাজারের খিলালগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিশাল এ বিক্ষোভ বের করা হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার বাংলাবাজার, সিঙ্গেরগাড়ি, গাড়াগ্রাম, পারেরহাট, মাগুড়া, চন্দনেরহাট, চাঁদখানা, গংগাচড়ার সীমান্ত এলাকা ও তারাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকার জনগণসহ পাশের এলাকার প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সিঙ্গেরগাড়ী এলাকার বারিকুল ইসলাম, স্থানীয় হাসিবুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ওলামা, ইমাম, মুসলিম জনতারা বক্তব্য রাখেন।

বক্তারা মহানবী সা:-কে গালি ও কটূক্তিকারীর সর্বোচ্চ ফাঁসির দাবি জানান।

জানা যায়, কয়েক দিন আগে উপজেলার সীমান্ত এলাকার খিলালগঞ্জ এলাকার রঞ্জন রায় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ সা:-কে কটূক্তি করে পোস্ট দেন। পরে তার ওই পোস্ট ছড়িয়ে পড়লে শনিবার বিকেল থেকে ফুঁসে উঠে মুসলিম জনতা। পরে জনতার আন্দোলনে শনিবার রঞ্জন রায়কে গ্রেফতার করে পুলিশ।

এদিকে ঘটনায় শনিবার থেকে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এছাড়া কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় ও গংগাচড়া এলাকায় উভয় থানার পুলিশ টহলরত রয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর কটূক্তিকারীকে গ্রেফতার করেছে গংগাচড়ার পুলিশ। মুসলিম জনতার মাঝে উত্তেজনা বিরাজ করায় শনিবার হতে পুলিশের টহল রাখা হয়েছে। এছাড়া রোববারের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সময়ও সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।