পটুয়াখালী মির্জাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: মিরাজ মৃধাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের মসজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরাজ দীর্ঘ সাত বছর পলাতক ছিলেন। তিনি মজিদবাড়িয়া গ্রামের মো: রেজাউল করিম মৃধার ছেলে বলে জানা গেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, ‘গ্রেফতার হওয়া আসামি মিরাজ মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।