‘হাতে খড়ি প্রশিক্ষণ নিব, কর্মমুখী জীবন গড়ব’– স্লোগানকে সামনে রেখে নারায়নগঞ্জের ফতুল্লায় মাদক নিরাময় ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘জে আর মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ নামের একটি বেসামরিক নিরাময় কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মিলনায়তনে তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো: বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মো: মনির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিদের সমাজে পুনর্বাসনের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে রিকভারিরা আত্মনির্ভরশীল হতে পারবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনির হোসেন বলেন, ‘মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনতে ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। এতে নিরাময়প্রাপ্ত ব্যক্তিরা বেসিক কম্পিউটার, অফিস অ্যাপ্লিকেশন ও ডিজিটাল যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ পাবেন। ধীরে ধীরে আরো পেশাগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে আয়োজক হিসেবে ছিলেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সানটেক আইটি ইনস্টিটিউট ও আলোর পথিক ট্রাস্ট অ্যান্ড ফাউন্ডেশন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহম্মেদ ও সহকারী পরিচালক ফারুক হোসেন কচিসহ অন্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ইমাম মাওলানা মো: আমিনুল ইসলাম।



