হালুয়াঘাটে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করল বি‌জি‌বি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার আচকিপাড়া থেকে নয় হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Haluaghat
জব্দ করা ওষুধ
জব্দ করা ওষুধ |নয়া দিগন্ত

ভারত থে‌কে চোরাইপ‌থে বাংলা‌দে‌শে আসা বিপুল প‌রিমাণ ভারতীয় ওষুধ জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ‌নিবার (৪ অক্টোবর) সকা‌লে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

এর আগে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার আচকিপাড়া থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নয় হাজার ৬০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক, চোরাচালানের মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।