লংগদুতে আগুনে পুড়ে ছাই দিনমজুর ইব্রাহীমের বসত বাড়ি

রাঙ্গামাটির লংগদুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইব্রাহিমের স্বপ্নের বসত বাড়ি।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
লংগদুতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসত বাড়ি
লংগদুতে আগুনে পুড়ে ছাই দিনমজুরের বসত বাড়ি |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুর ইব্রাহিমের স্বপ্নের বসত বাড়ি।

রোববার (৪ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এটি ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া পেটান্যামাছড়া এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, সকালে সবাই নিজেদের মত করে বাড়ির বাইরে কাজে চলে যান, বৃদ্ধা মা ঘরের পেছনে হাটছিলেন হঠাৎ ঘরে আগুন দেখে দৌড়ে আসলে পাশের বাড়ির এক মহিলাকে দৌড়ে পালাতে দেখেন। আশেপাশে পানি শূন্যতা আর লোকবল না থাকায় ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।

ইব্রাহিম বলেন, ‘এসময় আগুনে পুড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আগুন নেভানোর চেষ্টা করার সময় আমার মায়ের হাত-পা পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আগুন লাগার পর আমার মা দেখতে পান পাশের বাড়ির মহিলা আমাদের ঘরের দিক থেকে দৌড়ে পালাচ্ছেন। তখন আগুন ছড়িয়ে পড়ায় তাকে না ধরে আগুন নেভানোর চেষ্টা করেন।’