নিয়াজ মুহাম্মদ স্কুলে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

তারা আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা জানতে খোঁজখবর নেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
নিয়াজ মুহাম্মদ স্কুলে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত নেতারা
নিয়াজ মুহাম্মদ স্কুলে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত নেতারা |ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের দেখতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতারা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে হাসপাতালে যাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জুনায়েদ হাসান, জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল বাশার ভূঁইয়া, প্রচার সম্পাদক মো: রোকন উদ্দিন, পৌর শাখার সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদসহ অন্যান্যরা।

তারা আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা জানতে খোঁজখবর নেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য যে, বুধবার দুপুরে বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।