ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় হেফাদ আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মিজানুর রহমান (৪২), বরিশালের উজিরপুর থানার বরতা গ্রামের হাফিজুর রহমান টুকু (৪৭), বরিশালের মুলাদী থানার ভেদরিয়া গ্রামের ইমরান ব্যাপারি (৩৩), ফরিদপুরের শিবরামপুর মাদারডাংগী গ্রামের ইলিয়াস কাজী (৩৭) এবং ভোলার দুলার হাট থানার চর তোফাজ্জল গ্রামের মনির হোসেন (৪৭)। তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

ওসি মো: মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি হেফাদ আটা ময়দা সুজি কারখানার সামনে আরিচাগামী লেনে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাই থানা পুলিশের অভিযানে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি হাতুড়ি, একটি চাকু, চারটি লোহার রড ও একটি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। তারা মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, ডাকাতদল দীর্ঘদিন ধরে অপহরণ, ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের নামে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।