গাংনীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

অভিযান চলাকালে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
গাংনীতে ভ্রাম্যমাণ আদালত।
গাংনীতে ভ্রাম্যমাণ আদালত। |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী পৌরসভায় অনুমোদনহীন দু’টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দোয়েল ইটভাটা ও ভাটপাড়া এলাকার রিপন ইটভাটাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদফতরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সাল থেকেই ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু ভাটামালিক অবৈধভাবে এ চিমনি ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ধানখোলা এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটাগুলোতেও অভিযান চলবে বলে জানানো হয়।