পরিবহনশ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দ্বিতীয় দিনের মতো আজও অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। তবে জেলার বাইরে থেকে আসা বাসগুলো বরিশালে থামিয়ে যাত্রী বহন করছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের দ্বারা বাস ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধান কিংবা মেরামত না করার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
এর আগে, শনিবার (১৫ নভেম্বর) বরিশালের মুলাদীতে বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে হাফভাড়া নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে পরিবহনশ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ও কাউন্টার ভাঙচুর করে।
বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভাঙচুরের ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। তবে বিএম কলেজের অধ্যক্ষ সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।



