চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে গাছে থেকে পিছলে পড়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ফজলুল হক একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মরহুম আবু বক্করের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার গাছ কাটতে যান ফজলুলসহ আরো কয়েকজন কাঠুরে। পরে গাছে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান ফজলুল। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ফজলুল হক নামের এক কাঠুরিয়া গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।