জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৩টি সমবায় সমিতির বিরুদ্ধে ৩০ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন গ্রাহকরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করে তারা। এসময় আন্দোলনকারীরা উপজেলা পরিষদ ঘেরাও করে সকল দফতরের কার্যক্রম বন্ধ করে দেয়।
ফলে অর্থ বছরের শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল প্রদান ও উপজেলায় সেবা গ্রহিতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সকাল ৯টার দিকে কয়েক হাজার আনন্দোনকারীরা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
সময় জমাকৃত টাকা ফেরতের দাবিতে নানান স্লোগান দেন । বিকেল ৪টা পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে সমাবেশ করেন আন্দোলনকারীরা। ফলে উপজেলা প্রশাসনের সকল দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘সমবায় সমিতির পাওনাদার সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসুচি পালন করেছে। তবে আইনশৃঙ্খলার কোন সমস্যা হয়নি।’
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।