জাতিসংঘ শান্তি মিশনে নিহত সেনা সদস্য মাসুদ রানার লাশ নাটোরের লালপুরে দাফন করা হবে আজ।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করেন তার লাশ।
মাসুদ রানার প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে মাসুদ রানার লাশসহ পরিবারের দুই সদস্যসহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টার মধ্যে নিয়ে আসার কথা থাকলেও আবহাওয়া প্রতিকূল থাকায় লাশ আসতে বিলম্বিত হচ্ছে।
তিনি আরো জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত থাকা অবস্থায় গত ১৩ ডিসেম্বর সন্ত্রাসীদের ড্রোন হামলায় কর্পোরাল মাসুদ রানাসহ ছয়জন সেনা সদস্য নিহত হন। এ সময় আরো আট সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল ২০ ডিসেম্বর নিহত সেনা সদস্যের লাশ ঢাকায় পৌঁছে।



