রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডনের পক্ষে ৩১ দফার প্রচারণা

রংপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের পক্ষে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডনের পক্ষে ৩১ দফার প্রচারণা
রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডনের পক্ষে ৩১ দফার প্রচারণা |নয়া দিগন্ত

রংপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের পক্ষে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার প্রচারণা মিছিল করলো তার কর্মী সমর্থকরা।

বুধবার ( ২৯ অক্টোবর) দুপুরে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়।

পরে জীবনবীমা মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট মোড়, সিটি করপোরেশন হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো: ইমরান হোসেন, মহানগর কৃষক দল আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদল সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ছাত্রদল আহ্বায়ক ইমরান খান সুজন প্রমুখ।

এসময় নেতাকর্মীরা রাষ্ট্র মেরাতের ৩১ দফার বিভিন্ন ধরণের প্লাকার্ড বহন করেন। এছাড়াও মিছিলে রংপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যার্শী মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনেরও ছবি বহন করে তার নামে স্লোগান দেন। ধানের শীষ ধানের শীষ স্লোগানেও মুখরিত হয়ে ওঠে নগরী।

রংপুর-৩ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে মাহফুজ উন নবী ডন ছাড়াও আসনে আহ্বায়ক সামসুজ্জামান সামু, অ্যাডভোকেট শফি কামাল ৩১ দফার প্রচারণা ছাড়াও বিভিন্নভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি রিটা রহমান নামের এক নারী নেত্রীও মনোনয়ন প্রত্যাশী। তবে তিনি মাঠে নেই।