হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ বিজয়ী হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদ (১২) পবিত্র উমরাহ পালন করতে মঙ্গলবার (৫ আগস্ট) সৌদি আরব যাচ্ছেন।
মেধাবী শিক্ষার্থীর উমরাহ গমন উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ সোমবার (৪ আগস্ট) দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করে।
জান্নাতুল নাঈম ফাহাদ উপজেলার চরকাওনা বারঘর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। সে পাকুন্দিয়া পৌরসদরের দারুল মা’আরিফ আল ইসলামিয়ার শিক্ষার্থী।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো: ইদ্রিস আলী, মাওলানা এমদাদুল হক শাকিল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো: এরফান উদ্দিন মাস্টার ও আরিফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, ‘গতবছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ জান্নাতুল নাঈম ফাহাদ প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর পুরস্কার ছিলো উমরাহ পালন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার উমরাহ পালনে যাবে ওই শিক্ষার্থী। এজন্য মাদ্রাসার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
প্রসঙ্গত, ২০২২ সালে এই প্রতিষ্ঠান থেকে মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআন মুখস্থ (হিফজ) করার গৌরব অর্জন করে ফাহাদ।