ময়মনসিংহে শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর পাটগুদাম কাশবন এলাকার নিশাদ আহম্মেদ ইনসান, মো: খোরশেদ, তুষার, সবুজ মিয়া ও প্যারিজ ডায়মন্ড। তাদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন।
আদালতের পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে নগরীর পাটগুদাম এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তিনি মারা গেলে তার ভগ্নিপতি সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাত বছর পর আদালত এ রায় ঘোষণা করেন। মামলার অন্য দুই আসামি সাদ্দাম ও পাভেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো: রেজাউল করিম দুলাল এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো: আকরাম হোসেন।