কামাল উদ্দিন সুমন ও রিপন মাহমুদ আকাশ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পথচারীরা।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ফুট ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-চ: ১৯-৪৬১১ , ১টি হ্যান্ডকাফ, ১টি ফেইক পুলিশ আইডি কার্ড, জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— শরিয়তপুরের নরিয়া থানাধীন উপশি গ্রামের মরহুম সিকান্দার আলীর ছেলে সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালিগঞ্জ থানাধীন কলাপাটুয়া এলাকার মরহুম হুমায়ুন কবিরের ছেলে হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব বলেন, ‘ডিবি পুলিশ পরিচয় প্রদান পূর্বক একজন পথচারীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাতের দোকানদার ও স্থানীয় লোকজন দুজনকে ঘটনাস্থলে আটক করে এবং বাকি দুজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটককৃতদের হালকা মারধর করে এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি সামান্য ভাঙচুর করে। ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসি। তাদের হেফাজত হতে একটি মাইক্রোবাস, একটি হ্যান্ডকাফ, একটি ফেইক পুলিশ আইডি কার্ড, জব্দ করা হয়েছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ‘দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’



