বাঁশখালীতে ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউপির রত্নপুরের সমুদ্র পাড় থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

Location :

Chattogram
বাঁশখালী থানা, চট্টগ্রাম
বাঁশখালী থানা, চট্টগ্রাম |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউপির রত্নপুরের সমুদ্র পাড় থেকে হরিরাম দাশ (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। হরিরাম দাশ উপজেলার খানখানাবাদ ইউপির জেলেপাড়ার মৃত চাদমনি দাশের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ‘হরিরাম দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। জোয়ারের পানিতে নেমে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি ভেসে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের বড় কোনো চিহ্ন নেই।’

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ‘হরিরাম দাশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।’