‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বই মেলা, কারুশিল্প উদ্যোক্তা মেলা, পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী, ফুটবল খেলা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ তারুণ্যের উৎসব।
বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কামিশনের সদস্য ড. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানসহ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, জামায়াতের আমির মো: আফতাব উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসবে ফুটবল খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



