টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মিজানুর রহমান (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ঘাটাইল উপজেলার ধলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা গেছে, বৃহস্পতিবার ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন মিজানুর। পথে দেউলাবাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।